English
শনিবার ২৭ এপ্রিল ২০২৪
...

করোনায় মৃত্যু: যুক্তরাষ্ট্রে ৫০ হাজার ছাড়াল, একদিনে বিশ্বরেকর্ড ৩ হাজার 

করোনা ভাইরাস, কোভিড–১৯

নিউইয়র্ক, ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার: নভেল করোনা ভাইরাস, কোভিড–১৯ মহামারীতে আক্রান্ত শীর্ষস্থানে অবস্থিত বিশ্বপরাশক্তি আমেরিকা যুক্তরাষ্ট্রে আজ মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল। আর একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৩ হাজার মানুষ গত ২৪ ঘন্টায় মারা গেলেন।

আজ এ তথ্য জানিয়েছে, করোনা বিষয়ে গবেষণায় পরিচিতি লাভকারী সবচেয়ে বিশ্বস্থ্য প্রতিষ্ঠান এদেশের বিশ্বখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। এযাবৎ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস রোগে আক্রান্তের সংখ্যা সারাবিশ্বে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক প্রায় ৮ লাখ ৭০ হাজার মানুষ।

অথচ হোয়াইট হাউস বলছে, রুগীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও মৃত্যুহার  ইউরোপের দেশগুলির তূলনায় এখনো কমের মধ্যে আছে। যুক্তি হিসাবে বলা হচ্ছে  ইউরোপের শীর্ষ আক্রান্ত দেশ স্পেন ও ইতালির... চেয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা অনেক বেশি হবার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা নেবার ব্যাপারে তুলনামূলকভাবে কিছুটা বিলম্ব হতে পারে। এছাড়া এই মূহুর্তে মারা যাওয়া মানুষের যে সংখ্যা প্রকাশিত হচ্ছে, তাঁরা সকলেই যে কভিড - ১৯ ভাইরাস জনিত রোগে মারা যাচ্ছেন, এ বিষয়ে সরকার নিশ্চিত নয়।  

এদিকে, এ মহামারী রোগের প্রাদূর্ভাব মোকাবেলায় হোয়াইট হাউস গঠিত টাস্কফোর্সের বিশেষজ্ঞ সদস্য ড. ডেবোরাহ ব্রিক্স দাবি করছেন যে, আক্রান্ত রুগীদের সংখ্যা অনুপাতে মৃত্যহার অন্যান্য যে কোন দেশের তূলনায় যুক্তরাষ্ট্রে এখনো সবচেয়ে কম। উল্লেখ্য, এদেশের ৫০ টি অঙ্গরাজ্যের মধ্যে অন্যতম শীর্ষ স্থানীয় নিউইয়র্ক স্টেটে সবচেয়ে বেশি সংখ্যক ১৮ হাজারের উপর মানুষ মৃত্যু বরন করেছেন। 




মন্তব্য

মন্তব্য করুন